Participle ও Gerund চিনতে আর ভূল হবেনা । জেনে নিন কৌশল।

Participle ও Gerund চিনতে আর ভূল হবেনা । জেনে নিন কৌশল।

Aug 28, 2024 - 14:04
 0  22
Participle ও Gerund চিনতে আর ভূল হবেনা । জেনে নিন কৌশল।
#Gerund এবং participle* বের করার যুগান্তকারী সূত্র:
✅Gerund চেনার একটি মৌলিক কথা:
Gerund দ্বারা “স্থির or সার্বজনীন” কোনাে কথা বােঝায়। অর্থাৎ, gerund দিয়ে গঠিত কোনাে sentence চলমান কোনাে কিছু বােঝায় না।
যেমন: (Walking) is called the best exercise.
অর্থাৎ হাঁটা সর্বোত্তম ব্যায়াম। আমি যখন এই কথাটি বললাম তখন কেউ হাঁটছে না, বা হাঁটার কাজ করছে না। এটা শুধুমাত্র একটি কথা। “হাটা সর্বোত্তম ব্যায়াম” এটা স্থির ঘটনাকে ইঙ্গিত করে। সুতরাং Walking হচ্ছে Gerund
.
✅Participle চেনার একটি মৌলিক কথা:
Participle সর্বদাই চলমান (continuous)অবস্থাকে ইঙ্গিত করে।
যেমন: I saw the man (singing).
অর্থাৎ, আমি মানুষটিকে গান গাইতে দেখেছিলাম। তার মানে, আমি যখন দেখেছিলাম তখন
মানুষটির গান গাওয়ার কাজটি “চলমান ছিল”। সুতরাং Singing হচ্ছে Participle.
(নিমিষেই Gerund and participle শেষ ।এটা সত্যিই কার্যকরী। শুধুমাত্র ইংরেজি বাক্যটির বাংলা অর্থ বের করে চিন্তা করতে হবে যে বিষয়টি স্থির বোঝাচ্ছে নাকি গতিশীল বোঝাচ্ছে।)
MORE TECHNIQUES

★Gerund Vs Present participle চেনার ৩ টি সহজ উপায়, এবং একটা গোপন সূত্র ★
অামাদের Pronoun এর ব্যবহার এবং Grammar এর অনেক ক্ষেত্রে Gerund অার Present Participle এর সুক্ষ পার্থক্য লাগে।অাজ জেনে নিই, এ দুটি কী এবং কিভাবে পার্থক্য করব।

1.Gerund এবং participle দুটিই Non finite Verb।দুটির সাথেই ing যুক্ত থাকে। তবে Gerund Noun এর কাজ করে অার Present participle Adjective এর কাজ করে।যেমন – I don’t like his Shouting at me. (চিৎকার -Noun -Gerund)
I heard him shouting at me (চিৎকার অবস্থা -Adjective)

বুঝেন নাই? অারো সহজ করে বলি –

২.যখন Sentence এর কথাটা বলি কাজটা যদি তখনই ঘটে, তাহলে Participle, না ঘটলে Gerund.অাগের বাক্যগুলো খেয়াল করেন-
I don’t like his Shouting at me (তখন কেউ চিৎকার করছে না,তাই এটা Gerund)
I heard him Shouting at me (তখন সে চিৎকার করছিল, তাই এটা Present participle)

এখনও বুঝতে সমস্যা? অারে ব্যাপার না, এবার থেকে Gerund অার present Participle বুঝবেন মাত্র ২ সেকেন্ডে।

. See, Notice, Watch, Observe-( সবগুলোর কাছাকাছি অর্থ -দেখা)
Hear, listen-(শোনা)
Catch, keep, find
এই ৯ টা শব্দ Verb_ing(Non finite verb) এর অাগে থাকলে participle, না থাকলে Gerund.যেমন –
 Rahim heard him Calling me (heard অাছে, তাই participle)
I dislike your laughing loud.(৯ টির একটিও নেই তাই Gerund)
 He observed them Coming out of this home. (Observed অাছে, তাই Participle)
She objects to my going there. (৯ টির মধ্যে একটিও নেই তাই Gerund)
এবার বুঝতে সমস্যা হবে না জানি ????????

[Nota bene : Present Participle এর অাগে Object pronoun এবং Gerund এর অাগে possessive adjective বসে।]

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow