শিখে রাখুন ।। চাকরির পরিক্ষায় ১০০% কমন পাবেন
শিখে রাখুন ।। চাকরির পরিক্ষায় ১০০% কমন পাবেন
Math Basic | ভগ্নাংশ ও সরলীকরণ
সাধারণ ভগ্নাংশ
সাধারণ ভগ্নাংশ তিন প্রকার-
১. প্রকৃত ভগ্নাংশ: এখানে লব, হর থেকে ছোট। উদাহরণ- ।
২. অপ্রকৃত ভগ্নাংশ: এখানে লব, হর থেকে বড়। উদাহরণ- ।
৩. মিশ্র ভগ্নাংশ: এ ভগ্নাংশে একটি পূর্ণ অংশ এবং অপর একটি প্রকৃত ভগ্নাংশ থাকে। উদাহরণ-
মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর: মিশ্র ভগ্নাংশ = (পূর্ণ সংখ্যা x হর + লব) / হর
সমতুল ভগ্নাংশ
- কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়।
- দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, সেই ভগ্নাংশটিই বড় হবে।
- দুটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট, সেই ভগ্নাংশটি বড় হবে।
সরলীকরণ
- সরলীকরণের ক্ষেত্রে BODMAS নিয়ম অনুসরণ করা হয়।
B= Brackets
O= Of (এর)
D= Division
M= Multiplication
A= Addition
S= Subtraction
- বন্ধনীর ক্ষেত্রে যথাক্রমে- প্রথম বন্ধনী ( ), দ্বিতীয় বন্ধনী { }, এবং তৃতীয় বন্ধনীর [ ] কাজ করা হয়।
উদাহরণ
- একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি। ভগ্নাংশটি কত?
ধরি ভগ্নাংশটি,
বর্গ করলে,
প্রশ্নমতে,
ভগ্নাংশটি
- একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
মনে করি সংখ্যাটি
- দু’টি ভগ্নাংশের যােগফল ৭০ এবং বড় ভগ্নাংশটি ৩৮৭/১৯ হলে ছােট ভগ্নাংশটি কত হবে?
সমাধান:
ছোট ভগ্নাংশ = ভগ্নাংশের যোগফল – বড় ভগ্নাংশ
- কোনাে ভগ্নাংশের লবের সাথে 7 যােগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
ধরি ভগ্নাংশটি
What's Your Reaction?